পিএনএস ডেস্ক: রাশিয়ার পশ্চিমাঞ্চলে দু'টি এলাকায় শনিবার ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির পেসকভ এবং টিভার অঞ্চলে এ হামলা চালানো হয়। এর মধ্যে পেসকভ অঞ্চলে একটি তেল শোধনাগার ভবনে দু'টি ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আনাদোলুর।
পেসকভ অঞ্চলের গভর্নর মিখাইল ভেদেনিকভ এক টেলিগ্রামবার্তায় বলেছেন, পাইপ লাইনের মাধ্যমে তেল করবরাহ করা একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা হয়েছে।
নেভেরস্কি জেলার লিৎভিনোভো এলাকার তেলক্ষেত্রে ওই দু'টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
পৃথক বিবৃতিতে টিভার অঞ্চলের গর্ভনর ইগর রুডেনিয়া জানিয়েছেন, এনিাড্রয়ানোপোলস্কি জেলার ইয়েরোখিনো গ্রামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।
দুই অঞ্চলের গর্ভনরই প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানাতে পারেননি। রাশিয়ার দাবি এসব হামলার সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী জড়িত।
সম্প্রতি রাশিয়ার দু'টি বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে সীমান্তে রাশিয়ার দু'টি গ্রামে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। কিন্তু রাশিয়া সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালিয়ে ৭০ মস্কোবিরোধী বিদ্রোহী গোষ্ঠীর লোকজনকে হত্যা করে।
পিএনএস/আনোয়ার
রাশিয়ার দুই অঞ্চলে ড্রোন হামলা; ভয়াবহ বিস্ফোরণ
28-05-2023 11:09AM
