চাঁদপুরে পলাতক জামায়াত নেতা গ্রেফতার

  26-04-2024 01:36AM

পিএনএস ডেস্ক : মামলায় সাজার রায় ঘোষণার প্রায় চারমাস পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি জামায়াত নেতার। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো তাকে। চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে জেলা শহরের একটি এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় কচুয়া থানা পুলিশ জামায়াতে ইসলামীর এই নেতাকে গ্রেফতার করে।

পুলিশের দাবি, অ্যাডভোকেট মাসুদুল ইসলাম রাজধানী ঢাকায় একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মামুনুর রশিদ সরকারসহ একদল পুলিশ চাঁদপুর শহরে অভিযান চালান। এসময় একটি বাসায় আত্মগোপনে থাকা জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট মাসুদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, বিগত বছরের ৩১ ডিসেম্বর রাজধানী ঢাকায় তার বিরুদ্ধে একটি মামলার রায় হয়। ওই মামলায় অ্যাডভোকেট মাসুদুল ইসলামকে ২ বছরের কারাদণ্ড এবং নগদ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এর আগে মতিঝিল থানায় তার বিরুদ্ধে সহিংসতার মামলা ছিল। আর ওই মামলার রায়ে তার বিরুদ্ধে এই সাজা দেয়া হয় এবং রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন