কিম জং উনের ওজন ও আসক্তির কথা জানাল দক্ষিণ কোরিয়া

  01-06-2023 01:15PM


পিএনএস ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্ভবত ইনসমনিয়া বা ঘুমহীনতায় ভোগেন। তিনি চরম আকারে অ্যালকোহল ও নিকোটিন আসক্ত। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিসের বরাতে জানানো হয়েছে, নানা রকম মেডিকেল তথ্য উপাত্ত সংগ্রহ করে কিমের ইনসমনিয়ার কথা জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা ইয়ো স্যাং-বাম, যিনি পার্লামেন্টারি গোয়েন্দা কমিটির সদস্য। তিনি বলেছেন, সম্প্রতি বিদেশি ব্রান্ডের বিপুলপরিমাণ সিগারেট আমদানি করেছে উত্তর কোরিয়া। যা সাধারণত মদের সাথে পান করা হয়।

তিনি আরও জানিয়েছেন, কিমের ওজনও বাড়ছে। বর্তমানে তার ওজন ১৪০ কেজি। সূত্র: এনডিটিভি

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন