স্পা সেন্টারের নামে পতিতাবৃত্তি: বোরকা পরে হাইকোর্টে কণ্ঠশিল্পী ইভা

  28-06-2022 08:27PM

পিএনএস ডেস্ক : স্পা সেন্টারের নামে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগে মানবপাচার আইনে দায়ের করা মামলায় জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন কণ্ঠশিল্পী ইভা আরমান। পরিচয় লুকাতে তিনি বোরকায় আবৃত হয়ে আদালতে হাজির হয়েছিলেন।

জামিন আবেদনের শুনানি শেষে সংগীত শিল্পী ইভা আরমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ৬ সপ্তাহ পর ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইভা আরমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও ব্যারিস্টার অর্পণ চক্রবর্তী ও অ্যাডভোকেট শুভজিৎ ব্যানার্জি।

ব্যারিস্টার অর্পণ চক্রবর্তী বলেন, গত ২৫ জুন রাজধানীর গুলশান থানায় ইভা আরমানসহ ১০ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়। এসআই আনোয়ার হোসেন খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, গুলশানের ইভারোজ ভবনে ইভা আরমানসহ আসামিরা যোগসাজশে স্পা সেন্টারের নামে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। তারা কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণীদের দিয়ে পতিতাবৃত্তি ও অসামাজিক কার্যকলাপ পরিচালনা করতেন।

উল্লেখ্য, ইভা আরমান এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের প্রাক্তন স্ত্রী। গত বছর সেপ্টেম্বরে মাহফুজুর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর তিনি সোহেল আরমান নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন। বিচ্ছেদের পর এ সংগীত শিল্পী নামের শেষে অংশ থেকে রহমান ফেলে দিয়ে আরমান যুক্ত করেন।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন