১১ আগস্ট থেকে চলবে ৫৭ জোড়া ট্রেন

  04-08-2021 09:05PM

পিএনএস ডেস্ক : করোনা বিধিনিষেধের মেয়াদ শেষে আগামী ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া মেইল কমিউটারসহ মোট ৫৭ জোড়া ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ বুধবার এ কথা জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, রেল চলাচল করলেও কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। অনলাইন থেকে সংগ্রহ করতে হবে ট্রেনের টিকিট।

ঈদুল আজহার ছুটি শেষে গত ২৩ জুলাই ভোর থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়। প্রথমে এই কঠোর লকডাউন চলমান ছিল ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। তবে এর আগেই ১ আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প কলকারখানা খুলে দেওয়ার ঘোষণা দেয় সরকার। গার্মেন্টসহ বিভিন্ন কলকারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার কথা চিন্তা করে গত রোববার এক দিনের জন্য সারা দেশে গণপরিবহন ও নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়।


পরে বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় সরকার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এই তথ্য জানান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন