শাহজালাল বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের কাজ পেল ৭ প্রতিষ্ঠান

  15-09-2021 09:49PM

পিএনএস ডেস্ক : দেশের বিমানবন্দরগুলোতে ২-৩ দিনের মধ্যে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব স্থাপন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ল্যাব বসাতে সাতটি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আগামী ৬ দিনের মধ্যে শাহজালাল বিমানবন্দরে ল্যাব বসানো হবে।

বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

সে সাতটি প্রতিষ্ঠান ল্যাব বসানোর অনুমতি পেয়েছে, সেগুলো হলো- স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর এই সাত প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে। আর এই সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

চিঠিতে জানানো হয়, সাতটি প্রতিষ্ঠানের মধ্যে স্টেমজ হেলথ কেয়ার তিন দিনের মধ্যে বিমানবন্দরে ল্যাব স্থাপন করতে পারবে বলে মন্ত্রণালয়কে জানিয়েছে। বিমানবন্দরে বহির্গামী যাত্রীরা এখানে করোনার নমুনা পরীক্ষা করতে পারবেন ২ হাজার টাকায়। সিএসবিএফ হেলথ সেন্টারের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, প্রতিষ্ঠানটি নমুনা পরীক্ষার খরচ নেবে এক হাজার ৮৫০ টাকা। এএমজেড হাসপাতালের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, নমুনা পরীক্ষায় খরচ নেবে এক হাজার ৮০০ টাকা। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব স্থাপনে সময় লাগবে চার দিন, নমুনা পরীক্ষার খরচ নেবে ২ হাজার টাকা। জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজের ল্যাব স্থাপনে সময় লাগবে ছয় দিন, নমুনা পরীক্ষায় খরচ নেবে ১ হাজার ৭০০ টাকা। গুলশান ক্লিনিকের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, নমুনা পরীক্ষার খরচ নেবে এক হাজার ৭৫০ টাকা। আর ডিএমএফআর ল্যাব স্থাপনে সময় লাগবে চার দিন, তারা নমুনা পরীক্ষার খরচ নেবে দুই হাজার ৩০০ টাকা।

এই সাত প্রতিষ্ঠানকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরের (এসওপি) আলোকে ল্যাব স্থাপনের প্রয়োজনীয় স্থান বরাদ্দসহ আনুষঙ্গিক ব্যবস্থা নিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।

পাশাপাশি সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান মেনে উপযুক্ত পরীক্ষাগার শুরুর নির্দেশ জারি করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন