বায়তুল মোকাররম মসজিদ ঘিরে পুলিশের সতর্ক অবস্থান

  22-10-2021 02:50PM


পিএনএস ডেস্ক : যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) জুমার নামাজের আগ থেকেই ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, কোনো দলের কোনো ঘোষিত কর্মসূচি নেই। তবে গত সপ্তাহে নামাজের আগে ও পরে বেশ সহিংসতা হয়েছিল। আজ এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বায়তুল মোকাররমের অদূরে পল্টন মোড়েও পুলিশ মোতায়েন রয়েছে। মসজিদের উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান করছেন র্যাপব ও ডিবির সদস্যরা। বায়তুল মোকাররমের উত্তর গেটের ভেতরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুরানা পল্টনে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন