পিএনএস ডেস্ক : রাজধানীর গুলশানের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে সাতজন নারী ও দুজন পুরুষ।
রোববার (২ অক্টোবর) রাতে গুলশানের ৪১ নম্বর রোডের ৭/এ বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফোরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গুলশানের ওই বাসায় লাইফ কেয়ার নামের একটি স্পা সেন্টারের আড়ালে অবৈধ কার্যকলাপ হচ্ছে। খবর পেয়ে অভিযান চালিয়ে সেখান থেকে সাতজন নারী ও দুজন পুরুষকে গ্রেফতার করা হয়। একজন পলাতক রয়েছেন।
তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিএনএস/এএ
গুলশানে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কার্যকলাপ, আটক ৯
03-10-2022 01:26AM
