বিশ্বে করোনায় আরও ৫৩৪ জনের মৃত্যু ও কমেছে শনাক্ত

  30-01-2023 09:06AM

পিএনএস ডেস্ক : বিশ্বব্যাপী করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৩৪ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৮৫ জন। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩২৭ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় রোগী কমেছে ২০ হাজার। এ সময় সুস্থ হয়েছেন ৭১ হাজার ৯০০ জন।

আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৭২৯ জন এবং মারা গেছেন ২৫১ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন ২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭১ জন এবং মারা গেছেন ২৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০২ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৩০ জন এবং মারা গেছেন ৯৫ জন।

একইসময়ে, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৪১ জন এবং মারা গেছেন ৪০ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৮ জন এবং মারা গেছেন ২৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৫০ জন এবং মারা গেছেন ২২ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৮৩ জন এবং মারা গেছেন ২০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৩২০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৫৯ হাজার ২২৭ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৪২৮ জন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন