সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত ৫, আহত ৫

  11-04-2024 04:42PM

পিএনএস ডেস্ক: রাজধানীর সদরঘাটে তাশরিফ-৪ লঞ্চের দড়ি ছিঁড়ে এর আঘাতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ এবং একজন শিশু।। গুরুতর আহত পাঁচজনকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করে নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে জানান, ঢাকা থেকে ভোলাগামী তাশরিফ-৪ লঞ্চের দড়ি ছিঁড়ে এর ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিল। হঠাৎ রশি ছিড়ে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন