গণতন্ত্রের দাবিতে সিপিবির বিক্ষোভ মঙ্গলবার

  25-09-2021 04:20PM

পিএনএস ডেস্ক: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধ, ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করবে সিপিবি। আগামী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সারাদেশে এ বিক্ষোভ করবে দলটি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে সিপিবি।

বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচি পালিত হবে রাজধানীর পুরানা পল্টন মোড়ে।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বিবৃতিতে বলেছেন, ‘লুটপাট টিকিয়ে রাখতে লুটেরা ধনিকশ্রেণি মানুষের বাক-স্বাধীনতা, ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব করছে। দীর্ঘদিন ধরে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট পেপারের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হচ্ছে।’

এতে আরও বলা হয়- পুলিশের খবরদারি, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের মত প্রকাশ ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় সংস্থাসমূহের প্রতিহিংসায় সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে।

সিপিবি নেতারা অভিযোগ করেন, বর্তমান সময়ে দেশে ঘুষ-দুর্নীতি-লুটপাট সকল সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে। করোনাকালে হাসপাতালগুলোতে দুর্নীতি সকল সীমা অতিক্রম করেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন