মালয়েশিয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু

  07-05-2024 09:47PM

পিএনএস ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুরে বজ্রপাতে একজন মারা গেছেন। এ ঘটনায় ২৬ বছর বয়সী আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ মে) দুপুর ২টার দিকে ঝড়ের তাণ্ডবে শহরের কেন্দ্রস্থল জালান সুলতান ইসমাইলের কনকর্ড হোটেলের সন্নিকটে বুকিত নানাস ও রাজা চুলান স্টেশনের মধ্যবর্তী মনোরেল লাইনে একটি বড় গাছ ভেঙে পড়ে। এতে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট অপারেশন ডিরেক্টর এম ফাত্তা এম আমিন জানান, এ ঘটনায় ১৭টি যানবাহন এবং একটি বাস স্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, দুপুর ২টা ১৯ মিনিটের দিকে তারা একটি জরুরি কল পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

বিবৃতিতে আরও বলা হয়, গাছের ডালপালা মনোরেলের উপর পড়াতে কেএল সেন্ট্রাল এবং মেদান টুয়াঙ্কু স্টেশনের মধ্যে মনোরেল পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন