ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

  03-12-2022 07:25PM

পিএনএস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার ঢাবি ছাত্রলীগের সম্মেলন শেষে এ ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রলীগসভাপতি আল নাহিয়ান খান জয়।

তিনি বলেন, ‘আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন সফল হয়েছে, স্বার্থক হয়েছে। সনজিত এবং সাদ্দামের নেতৃত্বে ঢাবি ছাত্রলীগ ঐক্যবদ্ধ ছিল। শিক্ষার্থীদের পাশে থেকে, নিরলস পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে সুসংগঠিত করেছে তারা। শিক্ষার্থীদের সব ন্যায্য দাবিতে পাশে থেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজকের এই সম্মেলনের মাধ্যমে তাদের সফল কার্যক্রমের সমাপ্তি ঘটল। একইসঙ্গে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করছি।’

এর আগে ২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরে ওই বছরের ৩১ জুলাই সনজিত চন্দ্র দাসকে ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ সাড়ে চার বছর পর ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের বিলুপ্তি ঘোষণার মধ্য দিয়ে তাদের এই কমিটি ভাঙল।

এদিকে আজকের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। আগামী ৬ ডিসেম্বর ছাত্রলীগের জাতীয় সম্মেলনের পর কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং মহানগরের (উত্তর-দক্ষিণ) কমিটি ঘোষণা করা হবে।’


পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন