ভবিষ্যতে ক্রিকেট ছেড়ে যা করবেন আশরাফুল

  22-01-2023 06:19PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের অন্যতম তারকা মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন, দ্রুতই সকল ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন। এরপর যেহেতু আমার খেলার অভিজ্ঞতা আছে আমি সেই জিনিসগুলো শেয়ার করতে চাই।

তারকা এই ক্রিকেটারের ক্যারিয়ারে কালো অধ্যায়ও ছিল। ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ ছিলেন পাঁচ বছর। এরপর ক্রিকেটে ফেরা হলেও জাতীয় দলের জার্সিটা আর গায়ে দেওয়া হয়নি এই তারকা ক্রিকেটারের।

৩৮ বছর বয়সী এই ক্রিকেটার এখন উপলব্ধি করছেন, জাতীয় দলের হয়ে আর খেলতে পারবেন না তিনি। রোববার (২২ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে আশরাফুল জানান,

আগামী এক-দুই মৌসুম পরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিবেন উল্লেখ করে আশরাফুল বলেন, ‘এখন আর জাতীয় দলে ফেরার আশা করি না। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি। কিন্তু যারা তরুণ তারা যে বসে আছে, আমি তাদেরকে নিয়ে চিন্তিত। আমি এখন শুধু খেলতে চাই। হয়তো একটা-দুইটা মৌসুম খেলব তারপর শেষ।’

ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেটের সঙ্গেই থাকার ইচ্ছে আশরাফুলের। নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চান তরুণদের মধ্যে।

আশরাফুল বলেন, ‘এখনও ওইভাবে চিন্তা করিনি। কিন্তু ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার খেলার অভিজ্ঞতা আছে আমি সেই জিনিসগুলো শেয়ার করতে চাই।’

জাতীয় দলের হয়ে আশরাফুল ৬১ টেস্টে ছয় সেঞ্চুরি ও ৮ হাফ সেঞ্চুরিতে করেছেন ২৭৩৭ রান। এছাড়া ওয়ানডেতে ৩ সেঞ্চুরি আর ২০ হাফ সেঞ্চুরিতে ১৬৯ ইনিংসে ৩৪৬৮ রান করেছেন। ২৩ টি-টোয়েন্টিতে আশরাফুল করেছেন ৪৫০ রান।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন