পিএনএস ডেস্ক : চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে বৃষ্টি ভেজা জয় পেয়েছে বাংলাদেশ। আজ বুধবার বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ।
স্বাগতিকরা ৮ ওভারে কোন উইকেট না হারিয়ে ১০৭ রানে ব্যাট করছে। ওপেনার লিটন ৬৬ রানে খেলছেন। ১৮ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ফিফটি করেছেন তিনি। রনি তালুকদার ১৫ বলে ৪১ রানে খেলছেন।
এর আগে চট্টগ্রামে টস হওয়ার পরই শুরু হয় ঝড়-বৃষ্টি। প্রথমে ১৯ ওভার করে পরে ১৭ ওভারে নামিয়ে এনে ম্যাচ শুরু হয়।
দ্বিতীয় এই টি-২০ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে চন্ডিকা হাথুরুসিংহের দল। দুই স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি মিরাজের সঙ্গে একাদশে আছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।
পিএনএস/এমবিবি
১৮ বলে ফিফটি লিটনের, ঝড় তুলেছেন রনিও
29-03-2023 04:15PM
