চ্যাম্পিয়নস লিগে ম্যানইউ

  26-05-2023 11:04PM

পিএনএস ডেস্ক : হাতছানি, সঙ্গে ছিল শঙ্কাও। তবে শঙ্কাগুলোকে প্রবল দাপটে উড়িয়ে সম্ভাবনাকে আপন করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসিকে গুঁড়িয়ে তারা পৌঁছে গেল পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার ফয়সালা হয়ে গিয়েছিল আগেই। চ্যাম্পিয়ন্স লিগের তিন দলও নির্ধারিত হয়ে গিয়েছিল। লড়াই ছিল বাকি একটি জায়গা নিয়ে। সেই লড়াইয়ে এগিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডই শেষ পর্যন্ত আদায় করে নিল জায়গাটি। চেলসিকে বৃহস্পতিবার ৪-১ গোলে হারিয়ে তারা নিশ্চিত করল শীর্ষ চারে থাকা।

গত মৌসুমে লিগে ষষ্ঠ হয়ে তাদেরকে খেলতে হয়েছিল ইউরোপা লিগে। ষষ্ঠ হওয়া দিয়েও আসলে বোঝানো যায় না তাদের দুর্দশা। চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে তারা পিছিয়ে ছিল ৩৫ পয়েন্টে। চারে থাকা টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ব্যবধান ছিল ১৩ পয়েন্টে। এমনকি পাঁচে থাকা আর্সেনালও এগিয়ে ছিল ১১ পয়েন্টে।

সেই দল এবার টেন হাগের কোচিংয়ে ঘুরে দাঁড়াল কিছুটা। শিরোপা লড়াইয়ে যদিও তারা থাকতে পারেনি। তবে চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন