পিএনএস ডেস্ক : জুনিয়র এশিয়া কাপ হকিতে উজবেকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত লাল-সবুজের দল ৩-১ গোলে জয় পায়।
আগের দিন মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আজ শুক্রবার তৃতীয় ম্যাচে লাল সবুজ দল ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন আমিরুল ইসলাম।
ওমানের সালালাহতে ‘বি’ গ্রুপে ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। প্রথম দুটি গোল এসেছে পেনাল্টি কর্নার থেকে। আমিরুল ইসলাম ১৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। ৭ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন সেই আমিরুল।
তৃতীয় গোলটি করেন আবেদ উদ্দিন। শেষ পর্যন্ত লাল-সবুজের দল ৩-১ গোলে জয় পায়।
গ্রুপের শেষ ম্যাচে রবিবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
পিএনএস/শাওন
হকিতে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ
27-05-2023 12:27AM
