পিএনএস ডেস্ক : আসন্ন অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আজ শনিবার ঘোষিত ১৬ সদস্যের এই দলে ডাক পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত পেসার জশ টং। মূলতঃ আসন্ন অ্যাশেজের জন্য আয়ারল্যান্ড টেস্টের দল অপরিবর্তিত রেখেছে ইংল্যান্ড। আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু হবে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ।
ইনজুরির কারণে জেমস অ্যান্ডারসন এবং অলিভার রবিনসনকে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলানো হয়নি। তবে অ্যাশেজের শুরু থেকে তাদেরকে পাওয়ার আশায় আছে ইংল্যান্ড। দল অপরিবর্তিত থাকায় উইকেটকিপার-ব্যাটার বেন ফোকস অ্যাশেজে সুযোগ পাননি। উইকেটের পেছনে দায়িত্বে থাকবেন দীর্ঘ ইনজুরি কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ফেরা জনি বেয়ারস্টো।
অ্যাশেজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, অলি রবিনসন, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড, জশ টং।
পিএনএস/এমবিবি
অ্যাশেজের দল ঘোষণা করল ইংল্যান্ড
03-06-2023 09:05PM
