আজও কিউইদের টেনে তুলছেন নিকোলস

  23-09-2023 04:02PM

পিএনএস ডেস্ক: বৃষ্টি মাথায় নিয়ে দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরে আগে ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে। টস জিততেই ব্যাট করার বিষয়ে দ্বিতীয়বার ভাবেননি নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন। এদিকে টাইগার একাদশে নেই তানজিম হাসান সাকিব, তার জায়গায় অভিষেক হয়েছে পেসার খালেদ আহমেদের। আর নুরুল হাসান সোহানের জায়গায় ফিরেছেন হাসান মাহমুদ।

প্রথম ৫০ রান তুলতে নিউজিল্যান্ড খরচ করেছিল ৭১ বল। তবে সময়ের সঙ্গে সঙ্গে রানের গতি বেড়েছে তাদের। পরের ৫০ রান তুলেছে মাত্র ৫০ বলে। সবমিলিয়ে ২১তম ওভারে এসে শতরান স্পর্শ করল সফরকারীরা।

দ্রুত ৩ উইকেট পরার পর উইকেটে এসে এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করছেন হেনরি নিকোলস। ইতোমধ্যেই টম বান্ডেলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৫০ রান পূর্ণ করেছেন। গত ম্যাচেও টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর দলের হাল ধরেছিলেন নিকোলসও। আজও তার ব্যাটে ভর দিয়ে খাদের কিনারা থেকে উঠার চেষ্টা করছে কিউইরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ : ১০৩/৩ (ওভার : ২১.০)

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন