পিএনএস ডেস্ক: কেন উইলিয়ামসনকে আউটের পর তাইজুল ইসলামের বাঁধভাঙা উচ্ছ্বাস। ছবি : মীর ফরিদ, সিলেট থেকে
চতুর্থ ইনিংসের হিসেবে বাংলাদেশের লক্ষ্যটা বেশ বড়ই নিউজিল্যান্ডের জন্য। তবে ভালো একটা শুরু হয়তো আত্মবিশ্বাস এনে দিতে পারত কিউইদের। কিন্তু সফরকারীরা সেটাও পায়নি। উল্টো বাংলাদেশের বোলিং তোপে চাপে আছে নিউজিল্যান্ড।
৩০ ওভার শেষে কিউইদের সংগ্রহ ৬৫। বিপরীতে ৫ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা। টেস্ট জিততে নিউজিল্যান্ডকে আরো ২৬৭ রানের শৃঙ্গ পাড়ি দিতে হবে। এদিক থেকে বাংলাদেশের কাজটা তুলনামূলক সহজ।
স্বাগতিকরা আর ৫ উইকেট দূরে কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয় থেকে।
নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই কাঁপিয়ে দেন শরীফুল ইসলাম। প্রথম ওভারের শেষ বলে টম ল্যাথামকে উইকেটকিপার নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। তবে নিউজিল্যান্ডকে সবচেয়ে বড় ধাক্কা দেন তাইজুল ইসলাম।
এই বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন কেন উইলিয়ামসন। ১১ রান করেন তিনি।
বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা ছিলেন উইলিয়ামসন। তাঁকে ফিরিয়ে যেন জয়ের উদযাপনই সেরে ফেরেন তাইজুল। চা-বিরতিতে বাংলাদেশকে আরেকবার উচ্ছ্বাসে ভাসান মেহেদী হাসান মিরাজ।
নাঈম হাসানের ক্যাচ বানিয়ে মিরাজ ফেরান হেনরি নিকোলসকে। এই মুহূর্তে উইকেটে আছেন ডেরিল মিচেল ও গ্লেন ফিলিপস। এর আগে ডেভন কনওয়ে ২২ ও টম ব্লুনডেল ফিরেছেন ৬ রান করে। তাইজুল ৩ ও শরিফুল-মিরাজ নিয়েছেন একটি করে উইকেট।
পিএনএস/সোহান
৫ উইকেট হারিয়ে আরো চাপে নিউজিল্যান্ড
01-12-2023 03:38PM