যে কারণে ৪ বছর নিষিদ্ধ হতে পারেন পগবা

  08-12-2023 12:47PM



পিএনএস ডেস্ক: ফরাসি তারকা ফুটবলার পল পগবার চার বছরের নিষেধাজ্ঞা চেয়েছে ইতালির অ্যান্টি-ডোপিং কৌঁসুলিরা। ডোপ টেস্টে পজিটিভ হওয়া পগবা আদালতে লড়তে চান। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে সাজা হতে পারে তার।

গত সেপ্টেম্বরে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সাময়িকভাবে নিষিদ্ধ হন পগবা। ইতালির অ্যান্টি-ডোপিং এজেন্সি পরীক্ষা করে ফল ‘পজিটিভ’পায়। বিষয়টির মীমাংসার জন্য পগবা লড়বেন ইতালির ন্যাশনাল অ্যান্টি-ডোপিং কোর্টে।

গত ২০ আগস্ট নিয়মিত পরীক্ষায় পগবার নমুনায় নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। ৬ অক্টোবর নমুনার ‘কাউন্টার-অ্যানালাইসিসে’ও একই ফল আসে।

নিষিদ্ধ ড্রাগ নেওয়ার ঘটনায় সাধারণত চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে। পগবা দায় স্বীকার করে নিলে নিষেধাজ্ঞার পরিমাণ কমার সম্ভাবনা ছিল। কিন্তু তিনি চ্যালেঞ্জ করায় বৃহস্পতিবার কৌঁসুলিরা তার সর্বোচ্চ চার বছরের নিষেধাজ্ঞা চেয়েছেন।

এখন দেখার বিষয় বিপাকে পড়ে যাওয়া পগবার সঙ্গে জুভেন্টাস চুক্তি বহাল রাখে কি না। জুভেন্টাসের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ফরাসি তারকার।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন