ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

  09-12-2023 03:35PM


পিএনএস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জয় মানেই বড় অর্জন। ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে দীর্ঘ দিনের সেই আক্ষেপ মোচন করেছিল বাংলাদেশ। এবার সিরিজ জিতে ইতিহাস রচনার দ্বারপ্রান্তে ছিল টাইগাররা। 'হোম অব ক্রিকেট' মিরপুরে চতুর্থ দিনে টেস্ট সিরিজ জয়ের দৃশ্যপটও তৈরি করেছিল শান্ত বাহিনী।

১৩৭ রানের মামুলি পুঁজি দাঁড় করিয়েও কিউইদের চেপে ধরেছিল টাইগার স্পিনাররা। ৬৯ রানে ৬ উইকেট শিকার করে জয়ের আশাও জাগিয়ে চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। তবে সপ্তম উইকেটে গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের জুটিতে শেষ পর্যন্ত হেসেখেলে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে কিউইরা। এতে ১-১ সমতায় শেষ হলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি।

টাইগার স্পিনারদের ঘূর্ণিতে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটাররা। এতে তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজদের কল্যাণে জয়ের স্বপ্নও দেখে বাংলাদেশ দল। কিন্তু শেষ পর্যন্ত গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের জুটিতে হেসেখেলে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। মিরপুর টেস্টে জয়ের ফলে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করল সফরকারীরা।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন