মদপান প্রসঙ্গে মুখ খুললেন ম্যাক্সওয়েল

  12-02-2024 02:10PM



পিএনএস ডেস্ক: ২০২২ সালে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে বিপাকে পড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সে অনুষ্ঠানেই পা ভেঙে তাঁর, ফলে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। গত বছর ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়েও অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি, গলফ কার্ট থেকে পড়ে কনকাশন হওয়ায় একটি ম্যাচে খেলতেও পারেননি। এরপর কদিন আগে ফের এমন এক অভিজ্ঞতা হয়েছে তাঁর। মদপান করে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

পানশালায় গিয়ে মদপান করে হাসপাতালে যাওয়ার ঘটনায় ম্যাক্সওয়েলকে নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। তবে অজি এই মারকুটে ব্যাটার অবশ্য ফিরতে সময় নেননি। সমালোচনাকে পেছনে ফেলে তিনি ফিরেছেন মাঠে, দুর্দান্ত এক শতকে ঢেকে দিয়েছেন নেতিবাচক আলোচনা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল ঝড়ো ইনিংস খেলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ম্যাক্সওয়েল, সংক্ষিপ্ত ফরম্যাটে নিজের পঞ্চম শতক হাঁকিয়ে রোহিত শর্মার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। তাঁর এমন ইনিংসের সুবাদেই রান পাহাড় গড়ে জিতেছে অজিরা। দারুণ এই জয়ের পর মদকাণ্ড নিয়েও মুখ খুলেছেন অস্ট্রেলীয় এই মারকুটে ব্যাটার।

মদ পান করে জ্ঞান হারিয়ে হাসপাতালে যাওয়ার ঘটনা আদর্শ কিছু ছিল না বলেই জানিয়েছেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘আমার মনে হয় আমার চেয়েও আমার পরিবারের ওপর বেশি প্রভাব ফেলেছে এ ঘটনা। আমি জানতাম আমার সে সপ্তাহে ছুটি আছে। অবশ্যই ওই ঘটনা আদর্শ কিছু নয়, তার ওপর যে সময়ে ঘটেছে। তবে আমার ছুটি ছিল। আমি জানতাম আমার ক্রিকেট থেকে ছুটি ছিল।’

তবে এ ঘটনায় তাঁর আক্ষেপ নেই বলেও জানিয়েছেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, আমি দ্রুতই ভুলে গেছি। সোমবারই অনুশীলনে ফিরেছি। ফলে সব ঠিকঠাকই আছে।’

তবে এমন ঘটনার পর টিম ম্যানেজম্যান্টের দারুণ সমর্থন পেয়েছেন বলেও জানিয়েছেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘কোচ, বেইলস (প্রধান নির্বাচক জর্জ বেইলি), সত্যি বলতে সবাই—দুর্দান্ত ছিল।’


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন