পারলেন না ইমরানুর

  19-02-2024 09:53PM

পিএনএস ডেস্ক: ইমরানুর রহমান আগেই ইঙ্গিত দিয়েছিলেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে শ্রেষ্ঠত্ব ধরে রাখাটা কঠিন হবে। এছাড়া এই প্রতিযোগিতায় ৬০ মিটার স্প্রিন্টে টানা দ্বিতীয়বার কেউ সেরা হতে পারেননি। আজ তেহরানে শঙ্কাই সত্যি হলো। গতবার কাজাখস্তানে স্বর্ণজয়ী ইমরানুর এবার তেহরানে শ্রেষ্ঠত্ব হারালেন।

ইমরান নিজের প্রিয় ইভেন্টে সোনার পদক তো দূরের কথা, সেরা তিনেও থাকতে পারলেন না। আট জনের মধ্যে বাংলাদেশের দ্রুততম মানব হয়েছেন চতুর্থ! সময় নিয়েছেন ৬.৬৭ সেকেন্ড।

এই ইভেন্টে সোনা জিতেছেন ওমানের আলী আনোয়ার আলী আল বালুশি। তিনি সময় নিয়েছেন ৬.৫২ সেকেন্ড। রুপা জাপান ও ব্রোঞ্জ উত্তর কোরিয়ার অ্যাথলেট পেয়েছেন।

জাপানের সুহিই ও উত্তর কোরিয়ার জো ইয়ম ৬.৫৬ ও ৬.৬৬ টাইমিং নিয়ে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পান। ইমরান হিটের টাইমিং করলেও অন্তত ব্রোঞ্জ জিততে পারতেন।

বাংলাদেশি স্প্রিন্টার জহির রায়হানের পর এবার ইমরানুরকে ঘিরে প্রত্যাশা কম ছিল না। গতবার কাজাখস্তানে অনুষ্ঠিত আসরে স্বর্ণপদক জেতেন তিনি। কিন্তু আজ তা ধরে রাখা গেলো না।

এর আগে বাংলাদেশের ইমরানুর প্রথম হিটে অংশ নিয়ে ৬.৬০ সেকেন্ড টাইমিংয়ে দ্বিতীয় হন। প্রাথমিক হিটের চেয়ে সেমিফাইনালে হিটে তিনি ০.০২ সেকেন্ড কম সময় নেন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন