নিশামের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল রংপুর

  20-02-2024 08:34PM

পিএনএস ডেস্ক: জিমি নিশামের ঝড়ো ব্যাটিংয়ে ১৫০ রান তুলেছে রংপুর রাইডার্স। মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫০ রান তোলে সাকিব আল হাসানের দল।

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে ব্র্যান্ডন কিংকে হারায় রংপুর। চার রানে তার আউটের পর ১৪ রান সাজঘরে ফেরেন আরেক ওপেনার রনি তালুকদার। তিন নামা সাকিব কিছুক্ষণ লড়াই চালিয়ে যান। তিনিও ফেরেন ২৪ রানে। পরে মাহেদী হাসান ৮ ও নুরুল হাসান সোহান বিদায় নেন ২ রানে।

তবে ৬ নম্বরে নামা জিমি নিশাম দলের হাল ধরেন। একপ্রান্ত তিনি আগলে রাখলেও অপরপ্রান্তে উইকেট হারাতে থাকে রংপুর। ৩৩ বলে অর্ধশতক ছুঁয়ে নিশাম অপরাজিত থাকেন ৬৯ রান করে।
কুমিল্লার হয়ে তিনটি করে উইকেট নেন মুশফিক হাসান ও আন্দ্রে রাসেল। দুটি উইকেট পান ম্যাথিউ ফর্দে।

পিএনএস/ সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন