ফাইনালের আগে বড় সুখবর পেল কুমিল্লা

  27-02-2024 05:51PM

পিএনএস ডেস্ক: চলমান বিপিএলের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে মোস্তাফিজকে ছাড়ায় রংপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ফাইনালে মাঠে নামার আগে মোস্তাফিজকে নিয়ে সুখবর পেয়েছে চার বারের চ্যাম্পিয়নরা। পহেলা মার্চ ফাইনালে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মোস্তাফিজের ফাইনাল খেলার তথ্য নিশ্চিত করেছে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, মোস্তাফিজ এখন ভালো আছে, আজকে তাকে ডাক্তার দেখেছে। সেলাই খুলে দেওয়া হয়েছে। ফাইনালে খেলতে বাধা নেই আর। সে ফাইনালে খেলতে পারবে।

এর আগে কুমিল্লার ফিজিও এসএম জাহিদুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছিল, মুস্তাফিজের সিটি স্ক্যান করার পর নিউরো সার্জন ও বিসিবি বিষয়টি নিয়ে আলোচনা করেছে। এরপর তাকে হাসপাতাল ছেড়ে ঢাকার টিম হোটেলে যোগদানের ছাড়পত্র দেওয়া হয়।

গত রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার সময় আঘাত পান মোস্তাফিজ। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন বোলিং প্রান্তে ছিলেন ফিজ। হঠাৎ বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে।

রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে তাকে চিকিৎসা দেওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। তার মাথায় ৫টি সেলাই লাগে।

আগামী শুক্রবার দ্বিতীয় কোয়ালিফাইয়ারে বিজয়ী দলের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন