শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জেতা উচিত: সাকিব

  28-03-2024 01:47PM



পিএনএস ডেস্ক: ২০২৩ সালের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। লম্বা বিরতির পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠে ফেরার আগে সাকিব বললেন, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জেতা উচিত।

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকে বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। ছুটি শেষ হওয়ার আগেই দ্বিতীয় টেস্ট দিয়ে ফিরছেন তিনি। আজ সকালে রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশার কথা জানান সাকিব। তিনি বলেন, ‘আশা তো সব সময় করি, আমরা জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে সবসময়ই আমরা স্ট্রাগল করেছি। এই ফরম্যাটটা আমাদের জন্য কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

আগামী ৩০শে মার্চ শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট। তার আগে আজ জাতীয় দলে যোগ দেয়ার কথা সাকিবের।

টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে সাকিব বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সবসময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একইসঙ্গে গর্বিত।’

সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবেই খেলেছিলেন সাকিব। এবার নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলবেন দেশসেরা এই ক্রিকেটার। শান্তর নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এত দ্রুত কিছু বলা যায় না। আমি নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের কথা ভেবেই নিয়েছে। ওর শুরুটা ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন অধিনায়ক হবে।’


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন