চিতাবাঘের কবলে পড়ে গুরুতর আহত জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার

  25-04-2024 10:50PM

পিএনএস ডেস্ক : চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত হয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গাই হুইটাল। চলতি সপ্তাহের শুরুর দিকে চিতাবাঘের কবলে পড়েন তিনি। মৃত্যুর মুখ থেকে ফেরা এই ক্রিকেটার এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

চিতাবাঘের কবলে পড়া হুইটালের সার্জারি করা হয়েছে। তবে এখন তার অবস্থা স্থিতিশীল। হুইটালকে বাঁচাতে গিয়ে চিতাবাঘের আক্রমণে আহত হয়েছে তার পোষা কুকুর চিকারাও। নিজের ফেসবুক পোস্টে পুরো ঘটনার কথা জানিয়েছেন হুইটালের স্ত্রী হানা স্টুকস।

জিম্বাবুয়ের হুমানিতে সাফারি ব্যবসা করেন হুইটাল। সেখানেই আক্রমণের শিকার হন তিনি। আহত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য দ্রুত হারারেতে নিয়ে আসা হয়। সেখানে মিল্টন পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারকে। স্ত্রীর পোস্টে মাথায় ব্যান্ডেজ করা হুইটালের ছবি দেখা যায়, যেখানে হাসিমুখে থাম্বস আপ দিচ্ছিলেন তিনি।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন