কোন কানাডার হয়ে খেলতে চেয়েছিলেন বুমরাহ, জানালেন নিজেই

  12-04-2024 12:00AM

পিএনএস ডেস্ক: ভারত নয়, একটা সময় জাসপ্রিত বুমরাহর লক্ষ্য ছিল কানাডার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা। সেই মতো প্রস্তুতি নিতেও শুরু করেছিলেন বিশ্বের অন্যতম সেরা পেসার। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার আগে দেশ ছাড়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন অজানা তথ্য ফাঁস করেন বুমরাহ নিজেই। ভারতের জিও সিনেমা নামের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাক্ষাৎকারটি আবার তার স্ত্রী সঞ্জনা গনেশন নিয়েছেন। তার উপস্থাপক স্ত্রী সঞ্জনা জিজ্ঞেস করেন, ‘কানাডায় গিয়ে তুমি তো নতুন জীবন শুরু করতে চেয়েছিলে?’

স্ত্রীর প্রশ্নের জবাবে বুমরাহ বলেন, ‘ক্রিকেট খেলে কে না বড় হতে চায়? আমাদের দেশের প্রতিটি রাস্তায় কমপক্ষে ২৫ জন ক্রিকেট খেলে। ওরা দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে। বিকল্প কিছু চিন্তাভাবনা করে রাখতেই হবে। কানাডায় আমার আত্মীয় থাকে। পড়াশোনার পাঠ শেষ করে কানাডায় যাওয়ার চিন্তাভাবনা করেছিলাম। পরিবার নিয়েই যাওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু ভিন্ন সংস্কৃতির দেশে মা যেতে চাইলেন না।’

২০১৬ সালে ভারতের হয়ে অভিষেকের পর বুমরার জীবনই পাল্টে গেছে। সবকিছু ঠিকঠাকভাবে হওয়ায় এখন নিজেকে সৌভাগ্যবান ভাবছেন ভারতীয় পেসার। ৩০ বছর বয়সী পেসার বলেছেন, ‘আমি দেশ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছি। এটাই আমার কাছে গর্বের ব্যাপার।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন