শেখ রাসেলকে ফিফার হুঁশিয়ারি

  22-04-2024 09:47PM

পিএনএস ডেস্ক: বিদেশি ফুটবলারদের দেনা-পাওনা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশি অনেক ক্লাব জটিলতায় পড়ে। এবার সেই সমস্যায় পড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। উজবেক ফুটবলার আব্দুলখাকভ আব্দুরাকমকে ঢাকায় চলতি মৌসুমে এনেছিল শেখ রাসেল। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সম্পর্ক স্থায়ী হয়নি। চুক্তি অনুযায়ী সম্মানী না পেয়ে ফিফায় আবেদন করেছেন উজবেক ফুটবলার।

ফিফা উজবেক ফুটবলারের আবেদন আমলে নিয়ে বাফুফেতে চিঠি দিয়েছে। বাফুফে সেই চিঠি শেখ রাসেলকে প্রেরণ করেছে। সেই চিঠিতে শেখ রাসেল ক্লাবকে ৪৫ দিনের মধ্যে (৮ এপ্রিল থেকে) ২৮ হাজার ডলার ও এর সঙ্গে পাঁচ শতাংশ অর্থ যোগ করে উজবেক ফুটবলারকে দিতে বলেছে।

৪৫ দিনের মধ্যে এই অর্থ না দিলে শেখ রাসেলের ওপর খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা আনবে ফিফা।

বাংলাদেশের ফুটবলে ফিফার এমন হুঁশিয়ারি নতুন কিছু নয়। কিছু দিন আগে শেখ জামাল ধানমন্ডিও উজবেক ফুটবলার ওতাবেককে নিয়ে এমন ঘটনায় পড়েছিল। পরবর্তীতে অর্থ প্রদানের মাধ্যমে সেই জটিলতা নিরসন হয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন