পিএনএস ডেস্ক: টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যানচেস্টার সিটি হেরে গেলেই প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেবে আর্সেনাল, ম্যাচের আগে এমন আশঙ্কা করেছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। তাহলে বোঝাই যায়, টটেনহ্যামের বিপক্ষে সিটির এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। যে কারণে এদিন জয় ছাড়া অন্য কিছু ভাবেনি সিটি।
অবশেষে টটেনহ্যামের বিপক্ষে দারুণ একটি জয় পেয়েছে সিটি। আর্লিং হালান্ডের জোড়া গোলে টটেনহ্যামকে ২-০ ব্যবধানে হারিয়েছে গার্দিওলার দল। এতে আর্সেনালকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সিটি।
পিএনএস/এএ
আর্সেনালকে টপকে শীর্ষে সিটি
15-05-2024 09:37AM