পিএনএস ডেস্ক: ‘টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত কি না’- সম্প্রতি এমন একটি জরিপ চালিয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
ওই জরিপে অংশ নেওয়া সংখ্যাগরিষ্ঠ মানুষই তাকে পদ ছেড়ে দেওয়ার পক্ষে মত দেন।
এবার জরিপের ফল মেনে নিজেও টুইটারের সিইও পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ঘোষণা দিয়ে বলেছেন- যোগ্য উত্তরসূরি পেলেই এই পদ ছেড়ে দেবেন তিনি।
মঙ্গলবার এক টুইটবার্তায় ইলন মাস্ক বলেন, “এই চাকরি নেওয়ার মতো ‘যথেষ্ট বোকা’ কাউকে পেলেই আমি সিইও পদ থেকে পদত্যাগ করব! এরপর, আমি কেবল সফ্টওয়্যার এবং সার্ভার টিম দেখাশোনা করব।” সূত্র: দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, রয়টার্স
পিএনএস/আনোয়ার
কখন টুইটারের সিইও পদ থেকে সরে যাবেন, জানালেন ইলন মাস্ক
21-12-2022 10:47AM
