ফেসবুকে ভুয়া খবর চেনার উপায়

  29-10-2023 11:28AM



পিএনএস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক সময় বিভিন্ন বিষয়কে ঘিরে ভুয়া খবর দেওয়া হয়। চটকদারিতার কারণে এসব খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে কোনো খবর বিশ্বাস করার আগে এর সত্যতা যাচাই করা আপনারই দায়িত্ব। আর তাই কীভাবে বুঝবেন খবরটি সত্য না ভুয়া?

জেনে নিন-

শিরোনাম: সংবাদের শিরোনামটি প্রথমে ভালোভাবে পড়ুন। ভুয়া বা বানোয়াট খবরে অতিমাত্রায় চমকপ্রদ শিরোনাম থাকে। তাই বাস্তবতার সঙ্গে মিল না থাকলে হেডলাইন দেখে আকৃষ্ট হওয়া উচিত নয়।

ওয়েবসাইট: খবরটি কোন ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে তা ভালোভাবে দেখুন। অসংখ্য বেনামি ওয়েবসাইট রয়েছে, যেগুলো থেকে ভুয়া খবরে চমকপ্রদ ছবি দিয়ে ফেসবুকে ভাইরাল করা হয়ে থাকে। তাই ওয়েবসাইটের লিংকটি সঠিক কি-না যাচাই করুন। সত্য মনে না হলে কোনো নিউজ আপনিও শেয়ার করবেন না।

যাচাই করুন: কোনো খবর চোখে পড়া মাত্র সন্দেহ হলে তা চোখে পড়া মাত্রই যাচাই করুন। গুগলে সার্চ করে দেখুন এ বিষয়ে অন্য কোথাও খবর প্রকাশ হয়েছে কি-না।

বানান বা খবরের ফরম্যাট: বানোয়াট খবরে অসংখ্য ভুল থাকে। এছাড়া সেসব খবরের ফরম্যাটও ঠিক থাকে না। এছাড়া খবরটি স্যাটেয়ার কি-না সেটাও যাচাই করুন।

পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন