সাতক্ষীরায় বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ২৫

  12-09-2021 05:46PM

পিএনএস ডেস্ক: সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে তালা উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা কলেজে মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের সন্নিকটে খুলনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে ট্রাক ড্রাইভারসহ অন্তত ২৫ জন বাসযাত্রী আহত হন। আহত ট্রাক ড্রাইভারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ট্রাক ড্রাইভারের পরিচয় পাওয়া যায়নি।

এছাড়া আহত খুলনার বারান্দির টেকের হাটের নির্মল মন্ডল, গিলেতলার ইলিয়াস হোসেন, সাতক্ষীরার সুলতানপুরের রুনা বেগম, চোমরখালী গ্রামের সাধনা মন্ডল ও খুলনা শিরোমনির রেখা বেগমকে পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরো জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

পাটকেলঘাটা থানার ওসি নাজমুল হুদা জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন