পাবনায় অটোচালককে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

  27-09-2021 07:45PM

পিএনএস ডেস্ক: পাবনায় অটোরিকশাচালককে হত্যার দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এ সময় আদালতে বাদী পক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন ও আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সনৎ কুমার উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের সুলতান প্রামানিকের ছেলে স্বপন ও একই গ্রামের ইকরাম প্রামানিকের ছেলে ইকবাল।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি মানিক তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ২৭ ফেব্রুয়ারি রাখালগাছি গ্রামের একটি ধান ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।

নিহত মানিকের বাবা ওইদিন রাতেই সদর থানায় অজ্ঞাতনামা কয়েকজনের নামে হত্যা মামলা করেন। পুলিশ ইকবাল ও স্বপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা মানিককে হত্যার কথা স্বীকার করেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

পিএনএস/ জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন