শিক্ষক হত্যা : জিতুর সঙ্গে সম্পৃক্ত থাকায় ছাত্রীকেও বহিষ্কার

  02-07-2022 04:29PM




পিএনএস ডেস্ক :সাভারের আশুলিয়ায় শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতুর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কলেজ শাখার এক ছাত্রীকে অস্থায়ীভাবে বহিষ্কার করেছে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

শনিবার গণমাধ্যমকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান।

অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, 'ঘটনার পরপরই গত ২৭ জুন স্কুলের শিক্ষক পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে জিতুকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ৩০ জুন তা নোটিশ আকারে প্রকাশ করা হয়। একই দিনে জিতুর সঙ্গে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের এক ছাত্রীর সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া যায়। এ কারণে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।'

আশুলিয়ার চিত্রশাইল এলাকার এই কলেজের মাঠে গত ২৫ জুন দুপুরে মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু। পরদিন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত উৎপল মারা যান।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন