দিনাজপুরে সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  08-08-2022 02:40PM


পিএনএস ডেস্ক: নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরে দু’দিনব্যাপী সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকৃত নারীদের হাতে সজ্জিত বিভিন্ন মডেলের দৃষ্টিনন্দন ব্যাতিক্রমী রেম্প ওয়াক অনুষ্টিত হয়েছে। উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

নারীদের সামনে এগিয়ে নিতে ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে এ আয়োজন এবং এ প্রশিক্ষণের মধ্য দিয়ে নতুন কিছু জেনে নারীরা নিজেকে একজন ট্রেইনার হিসেবে গড়ে তুলতে পারবে বলে দাবী আয়োজকদের।

গত রবিবার দিবাগত রাতে দৃষ্টিনন্দন রেম্প ওয়কে এর পরে সনদ বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জেলা থেকে আগত ৪০ জন নারী এ প্রশিক্ষনে অংশ নেয়।

দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে সুমনা'স বিউটি জোন এ আয়োজন করে। রবিবার দিবাগত রাতে সমাপনীতে সনদপত্র বিতরনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।

ঢাকা থেকে আগত স্বনামধন্য মেকাপ আর্টিষ্ট মাসুদ খানের সভাপতিত্বে সুমনা'স বিউটি জোনের পরিচালক সুমনা শারমীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন