ফরিদপুরে সাত বিদেশি ভাষায় ৭ই মার্চের ভাষণ উপস্থাপন হচ্ছে আজ

  23-03-2023 02:10PM





পিএনএস ডেস্ক: ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপন করা হবে। যে সাতটি ভাষায় ভাষণটি উপস্থাপিত হবে তা হলো, ইংরেজি, অ্যারাবিক, ফান্স, স্প্যানিশ, চাইনিজ, কোরিয়া ও হিন্দি।

এছাড়া ৭ই মার্চের ভাষণ উৎসব প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন, ৭ই মার্চ বাঙালি জাতির একটি ঐতিহাসিক দিন। সারা বিশ্বের মানুষের কাছে জাতির পিতার ঐতিহাসিক এ ভাষণটি ছড়িয়ে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই সাত বিদেশি ভাষায় উপস্থাপিত ভাষণটির সকল কার্যক্রম শেষ হয়েছে। শেখ জামাল স্টেডিয়ামে ৫০ হাজার মানুষের উপস্থিতিতে এ ভাষণটি প্রচার করা হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন