পিএনএস ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২৮ মার্চ) শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বহেরার চালা এলাকায় বিসমিল্লাহ গ্রুপের শাহরিজ কম্পোজিট মিলস লিমিটেড নামে কারখানার একটি শেডে এ ঘটনা ঘটে।
অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু সময় পর আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে জয়দেবপুর থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
পিএনএস/শাওন
গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট
28-03-2023 04:22PM
