পিএনএস ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে উপজেলার সৈয়দপুর ও দিনাজপুর মহাসড়কের চাম্পাতলি বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুই মোটরসাইকেল আরোহী চাম্পাতলি বাজার থেকে রানীরবন্দরে দিকে যাচ্ছিল। এ সময় একটি গাড়িকে ওভারটেক করার সময় রানীরবন্দর থেকে সৈয়দপুরের দিকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
পিএনএস/শাওন
দিনাজপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
30-03-2023 11:58PM
