পিএনএস ডেস্ক : ফেনীর সোনাগাজী উপজেলায় দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সোনাগাজী মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাাতে দুই ব্যক্তি সিএনজি করে ১০ কেজি গাঁজা নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকায় যাচ্ছিলেন। দক্ষিণ মঙ্গলকান্দি এলাকার কাজিরহাট রোডের নতুন বাজার নামক স্থানে জাকারিয়ার দোকানের সামনে গাড়িটি দুর্ঘটনার কবলিত হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধারের সময় গাঁজা পেয়ে চালক ও অপরজনকে আটক করে পুলিশে খবর দেয়।
সোনাগাজী মডেল থানার এসআই মো. মাহবুব আলম সরকার ঘটনাস্থলে গিয়ে আবদুর রহমান সুমন ও মো. জাকির হোসেনকে গ্রেফতার ও ২ লাখ টাকার ১০ কেজি গাঁজা উদ্ধার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আইয়ুব খাঁন জানান, গ্রেফতার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পিএনএস/শাওন
ফেনীতে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
01-06-2023 12:53AM
