পিএনএস ডেস্ক: বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে একটি মাছের ঘের থেকে আজ সকালে দুলাল (৩২) নামের এক ঘের শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেলিম পহলানের মাছ ঘেরের শ্রমিক ছিলো দুলাল। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন সন্ধান করে খোঁজ পায়নি। শুক্রবার সকালে ঘেরের মধ্য তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দুলাল মৃগরোগী ছিলো বলে জানায় তার পরিবারের সদস্যরা।
পিএনএস/সোহান
মাছের ঘের থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
01-12-2023 04:32PM