পিএনএস ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ময়মনসিংহে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় নগরীর হরিকিশোর রায় রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজন’ ব্যানারে ময়মনসিংহ মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নিতে আসা নেতাকর্মীদের শুরুতে পুলিশ বাধা দিলেও শান্তিপূর্ণ কর্মসূচি করার শর্তে কর্মসূচি পালন করে বিএনপি।
এতে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ, ফারজানা রহসান হোসনা, অ্যাডভোকেট এমএ হান্নান খান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন প্রমুখ।
পিএনএস/সোহান
ময়মনসিংহে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত
10-12-2023 05:22PM