প্রতিপক্ষের হামলায় ৩ এসএসসি পরীক্ষার্থী আহত

  28-02-2024 09:19PM

পিএনএস ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরধা বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় ৩ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় কাকরধ বাজার সংলগ্ন খেলার মাঠে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাকরধা একেএম ইনস্টিটিউশনে কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের এইচএসসি’র ছাত্র সায়েম এক এসএসসি পরীক্ষার্থীনীর সঙ্গে কথা বলছিল। এসএসসি পরীক্ষার্থী আরিফ হাওলাদার সায়েমকে ওই মেয়ের সাথে কথা বলতে নিষেধ করে। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে সায়েমকে একটি চড় দেয় আরিফ। এর জের ধরে সকাল সাড়ে ১১টার দিকে সায়েম ও তার সহযোগিরা আরিফ সহ তার দুই সহপাঠীর উপর হামলা চালায়। হামলায় আরিফ, আসিফ ও সিফাত রক্তাক্ত জখম হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এসএসসি পরীক্ষার্থীদের উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিএনএস/ সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন