শ্বশুর বাড়িতে সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেল জামাই, অতঃপর...

  03-04-2024 12:28PM



পিএনএস ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলায় শ্বশুরবাড়ির পুকুরে সাঁতার শিখতে গিয়ে মাসুদ রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়ী গ্রামে ফোরকান শেখের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরী গোরস্থান এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি শহরের রেলগেট এলাকায় ফলের ব্যবসা করতেন।

জানা যায়, মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়িতে যান মাসুদ রানা। সাঁতার না জানায় শ্যালককে সঙ্গে নিয়ে কলাগাছের সাহায্যে পুকুরে নামেন সাঁতার শিখতে। একপর্যায়ে মাঝ পুকুরে হঠাৎ কলাগাছ তার হাত থেকে ফসকে গেলে রানা পুকুরে তলিয়ে যান। এ সময় তার শ্যালক এবং পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন পুকুর থেকে রানাকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। মৃতের স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন