এখনো জ্বলছে খুলনার জুট মিলের আগুন

  04-04-2024 02:00AM

পিএনএস ডেস্ক : খুলনায় বেসরকারি জুটমিলে লাগা আগুন এখনও জ্বলছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ও নৌবাহিনীর চেষ্টায়ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি সালাম জুট মিলের আগুন। রূপসার জাবুসায় অবস্থিত পাটকলটির চারটি গোডাউনে কাঁচা পাট ও প্রক্রিয়াজাত করা থাকা সব পাটই পুড়ে গেছে। এতে শত কোটি টাকা ক্ষতির দাবি মালিকপক্ষের।

বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত জুট মিলটিতে আগুন জ্বলছিল। ফলে প্রায় সাড়ে ৭ ঘন্টায়ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি আগুন।

রূপসা উপজেলার জাবুসায় বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা পাটকলটি থেকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও পরে একে একে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। যোগ দেয় নৌ বাহিনীরও ২টি ফায়ার ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন মিলটির শ্রমিকসহ স্থানীয়রা। তবে আগুনে কারখানার চারটি গোডাউনে রপ্তানির জন্য রাখা ৭৫০ টন পাট ও ৩৫ হাজার টন কাঁচাপাট পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুনে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন