ভূমিকম্পে কাঁপল রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ

  28-04-2024 08:46PM

পিএনএস ডেস্ক : রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক ৪।

রোববার রাত ৮টার দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল পশ্চিমবঙ্গের উত্তমপুরে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি রাজশাহীর জৈষ্ঠ্য পর্যবেক্ষক আব্দুস সালাম।

তিনি জানান, ভূমিকম্প অনুভূতের সিস্টেমটা ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয়। মাত্রই ঢাকার সঙ্গে যোগাযোগ হলো। তারা সেন্সরে ভূমিকম্পের কোনো বিষয় পাননি।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন