কক্সবাজারে যুবককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ

  25-05-2024 06:21PM

পিএনএস ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জেরে জয়নাল আবেদীন (২২) নামের এক যুবককে হাত পা বেঁেধ মারধরের অভিযোগ উঠেছে টইটংয়ের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নবীর হোসেন প্রকাশ নবুর বিরুদ্ধে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। ওইদিন বিকেল ৪টায় উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি রমিজপাড়ায় এ ঘটনা ঘটে। জয়নাল ঢালারমুখ রমিজপাড়ার আজিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী মোশারফ জানান, তিনি ও জয়নাল বিকেলে রমিজপাড়া ঢালারমুখ থেকে হাজী বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাবেক ইউপি সদস্য নবীর হোসেন প্রকাশ নবু মেম্বারের বাড়ির সামনেই ৭-৮ জনের দুবৃর্ত্তরা জয়নালকে টানা হ্যাচড়া করে নবু মেম্বারের বাড়িতে নিয়ে যায়। এ সময় ওই বাড়ির একটি কক্ষে আটকিয়ে তাকে রশি দিয়ে হাত-পা বেঁেধ কিল, ঘুসি, লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।

স্থানীয় সিএনজি চালক ছরওয়ার জানান, তিনিসহ আরো বেশ কিছু লোকজন গিয়ে নবু মেম্বারের বাড়ি থেকে জয়নালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত জয়নাল বলেন, আমাকে। লাঠিসোটা, কিল, ঘুসি, ইট দিয়ে আঘাত করেছে। নবু মেম্বারের ২ ছেলে সোহেল, রুবেল, গিয়াস উদ্দিনের দুই ছেলে জাবেদ, শিফাত, আকবরের ছেলে ফিরোজ, নবু মেম্বারের স্ত্রী, মেয়েসহ ৮-৯ জন আমাকে মারধর করে। হুমকি দিয়ে বলেছিল গাঁজাসহ অস্ত্র দিয়ে আমাকে পুলিশে দেবে। লোকজন গিয়ে আমাকে উদ্ধার করে।

এদিকে সাবেক ইউপি সদস্য নবীর হোসেন প্রকাশ নবু বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। খবর পেয়ে দ্রুত গিয়ে জয়নালকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন