উরুগুয়ের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছেন না 'ক্লান্ত' নেইমার

  23-03-2017 01:05PM


পিএনএস ডেস্ক: টানা খেলে চলেছেন ক্লাব ফুটবলের একের পর এক ম্যাচ। স্বভাবতই ক্লান্তি এসে ভর করেছে ব্রাজিল সুপারস্টারের দেহে। কিন্তু এর মধ্যেই ডাক এসে গেছে জাতীয় দলের। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লুই সুয়ারেসের উরুগুয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেন না নেইমার। যদিও এই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না সুয়ারেস।

১২ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে আছে ব্রাজিল। পরশু ভোরে উরুগুয়ে আর এর চার দিন পর প্যারাগুয়ের বিপক্ষে জিতলেই প্রথম দল হিসেবে রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে তিতের দল। এই সমীকরণে দাঁড়িয়ে নেইমার সংবাদমাধ্যমকে বলেছেন, "ব্রাজিলের জার্সি পরে মাঠে নামা আমার কাছে গর্বের। উরুগুয়ের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছি না। কিন্তু এটাও বলা দরকার যে, টানা ফুটবলে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমার জন্য একটু বিশ্রাম এখন জরুরি। "

তিনি আরও জানিয়েছেন, শুক্রবার উরুগুয়ের বিপক্ষে শুরু থেকেই মাঠে থাকবেন। সুয়ারেস না থাকলেও উরুগুয়ে যে তাদের জন্য কঠিন প্রতিপক্ষ তা অস্বীকার করেননি বার্সা তারকা। তিনি বলেছেন, "এককথায় বলতে গেলে এই ম্যাচটা আমাদের কাছে খুবই কঠিন হতে চলেছে। উরুগুয়ে দলে এক ঝাঁক উঁচুমানের ফুটবলার রয়েছে। ফলে আমাদের অনেক বেশি সতর্ক হয়ে খেলতে হবে। "

সতর্ক থাকছেন ব্রাজিল দলের কোচ তিতেও। তিনি বলেছেন, "আমরা গ্রুপ শীর্ষে রয়েছি ঠিকই কিন্তু সেটা মাথায় রেখে খেললে ভুল হবে। রাশিয়া বিশ্বকাপের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই। "

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন