আজ ঢাকায় আসছেন ইরানি ভলিবল কোচ

  14-08-2017 12:12AM



পিএনএস ডেস্ক: সাউথ এশিয়ান গেমস সামনে রেখে আবার ইরানি কোচকে ফিরিয়ে আনছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। আলিপৌর আরোজি নামের এ ইরানি ঢাকায় আসছেন আজ সোমবার।

দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করবে ফেডারেশন। ঢাকায় আসার পরদিন থেকেই দল নিয়ে অনুশীলনে নেমে পড়বেন তিনি। ঈদের পর শুরু হবে জাতীয় দলের দীর্ঘমেয়াদী ক্যাম্প। অনুশীলনের পাশাপাশি ইরান, মালদ্বীপ ও নেপালের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও আছে বাংলাদেশের।

ভলিবলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সেরা সাফল্যটি এসেছে গত বছর ডিসেম্বরে। ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান সেন্ট্রাল জোনে বাংলাদেশ হয়েছিল চ্যাম্পিয়ন। দেশের ভলিবলের সেরা এ সাফল্য এসেছে এই ইরানি কোচ আলি পৌর আরোজির অধীনে। তাই এবার তাকে একটা লম্বা সময়ের জন্যই আবার তাকে দায়িত্ব দিতে যাচ্ছে ফেডারেশন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন